কি সেবা কিভাবে পাবেনঃ
কি সেবা | কিভাবে পাবেন |
থানায় যেকোন অভিযোগ করলে | এসএমপি’র সংশ্লিষ্ট থানা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। |
থানায় যেকোন জিডি করলে | এসএমপি’র সংশ্লিষ্ট থানা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। |
আবেদনকারী কোন বিষয়ে থানায় আবেদন করে কোন সেবা না পেলে | পুলিশ কমিশনার অথবা উপ-পুলিশ কমিশনার (সদর) বরাবর নিয়ম মোতাবেক আবেদন করবেন। |
কোন বিষয়ে অধিকতর তদন্তের জন্য | পুলিশ কমিশনার অথবা উপ-পুলিশ কমিশনার (সদর) বরাবর নিয়ম মোতাবেক আবেদন করবেন। |
চাঞ্চ্যলকর মামলা/গুরুত্বপূর্ণ অপরাধের তদন্ত ও অপরাধীদের গ্রেফতার | এসএমপি’র গোয়েন্দা শাখা কার্যকর ভূমিকা পালন করে। |
আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশন | জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক উপ-পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখায় প্রেরণ করলে তা নগর বিশেষ শাখা হতে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তদন্ত করানো হয় এবং তদন্ত রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। |
সভা, সমাবেশ ইত্যাদি’র অনুমতি | উপ-পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখা বরাবর আবেদন করবেন। |
পাসপোর্ট সংক্রান্ত ভেরিফেকেশন | পাসপোর্ট অধিদপ্তর কর্তৃপক্ষ আবেদনকারী সম্পর্কে তথ্যের সত্যতা যাচাই করতে উপ-পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখায় প্রেরণ করলে তা নগর বিশেষ শাখার একজন এসআই/এএসআই দ্বারা তদন্ত করানো হয় এবং তদন্ত রিপোর্ট পাসপোর্ট অফিসে প্রেরণ করা হয়। |
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদনকারী সোনালী বা বাংলাদেশ ব্যাংক হতে ৫০০/- টাকার ব্যাংক চালানের মাধ্যমে উপ-পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখা বরাবরে আবেদন করবেন। অতঃপর প্রার্থীর আবেদনকৃত ফরম সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়। থানা হতে আবেদনকারী সম্পর্কে থানা রেকর্ড যাচাই করে নমুনা ফরমে ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যুপূর্বক পুনরায় উপ-পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখায় প্রেরণ করেন। তা উপ-পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখা কর্তৃক প্রতিসাক্ষরিত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। আবেদনকারীর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এন্ডোজম্যান্ট সীলসহ পুনরায় নগর বিশেষ শাখায় আসার পর আবেদনকারী যথাসম্ভব ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হয়। |
অন্যান্য ভেরিফিকেশন | যেকোন ইউনিট হতে পুলিশ ক্লিয়ারেন্স বাবদ ৫০০/- টাকার ব্যাংক চালানের মাধ্যমে ভেরিফিকেশন প্রতিবেদন প্রদান করা হয়। |
চাকুরীর ভেরিফিকেশন | সরকারী বা আধা সরকারী প্রতিষ্ঠানে চাকুরীর আবেদনকারী সংক্রান্ত পুলিশ ভেরিফিকেশন এসএমপি’র এলাকায় উক্ত নগর বিশেষ শাখা কর্তৃক কার্যক্রম গ্রহণ করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS